ব্যাংকিং তথ্যকণিকা
bb

জনসাধারণ যাতে খুব সহেজ মোবাইল অ্যাপ ব্যবহার মাধ্যমে ব্যাংকিং সেবায় তথ্য পেতে পারে এ ধরণের উদ্ভাবনী ধারনার আলোকে ব্যাংকিং তথ্যকণিকা নামক মোবাইল অ্যাপ বাংলাদেশ ব্যাংক কতৃর্ক উন্নয়ন করা হয়েছে এ অ্যাপটি অ্যান্ড্রয়েড ভিত্তিক মোবাইলে ব্যবহার্য এবং কেবল এই একটি অ্যাপ ব্যবহার করেই ব্যবহারকারী দেশের সকল ব্যাংক এর এটিএম বুথ, প্রধান কার্যালয় ও শাখাসমূহের ভৌগোলিক অবস্থান, প্ৰত্যেক এটিএম বুথ ও শাখাসমূহ কতৃর্ক প্রদত্ত সেবাসমূহ, যোগাযোগের ঠিকানা নিকটস্থ বিখ্যাত স্থান ইত্যাদি সম্পর্কিত হালনাগাদ তথ্য জানতে পারবে। এটি ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারী তার বর্তমান অবস্থানের নিকটস্থ নিদিষ্ট দূরত্বের মধ্যে কোন কোন এটিএম বুথ ও ব্যাংকের শাখা আছে কিংবা ব্যবহারকারী ইচ্ছে অনুযায়ী কোনো নিদিষ্ট ব্যাংকের এটিএম বুথ ও শাখা আছে কিনা তা খুঁজে পেতে পারবে এছাড়াও কোনো নিদিষ্ট এটিএম বুথ ও ব্যাংকের শাখা ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী নিদিষ্ট সেবা প্রদান করে কিনা তা জানতে পারবে
অ্যাপটি Google play store থেকে ডাউনলোড করুন এই ঠিকানায়
https://play.google.com/store/apps/details?id=com.isdd.bb.org