Apply Now

মাসিক জমাভিত্তিক বিবাহ সঞ্চয় ও বিনিয়োগ প্রকল্পের নিয়মাবলী

সঞ্চয়
  • ১। সঞ্চয়ের মেয়াদ : ৩ বছর, ৫ বছর, ৮ বছর।
  • ২। মাসিক কিস্তির হার, ২৫০/- টাকা, ৫০০/- টাকা, ১০০০/- টাকা।
  • ৩। ইসলামী শরীয়াহ্ মুদারাবা নীতিমালার ভিত্তিতে এ স্কীমের আমানত গ্রহণ করা হবে।
  • ৪। নির্দিষ্ট কিস্তির বিপরীতে মেয়াদান্তে প্রাক্কলিত মুনাফাসহ প্রদেয় অথের্র পরিমাণ নির্ণয়ের ছকে দেয়া হলো। প্রকৃত হিসাব অনুযায়ী প্রতি বৎসরান্তে মুনাফার অংক গ্রাহকের হিসাবে জমা করা হবে। মেয়াদান্তে প্রকৃত মুনাফার পরিমাণ প্রাক্কলিত মুনাফার চেয়ে কম বেশী হতে পারে।
  • ৫। প্রকল্পের আওতায় হিসাব খোলার জন্য নির্ধারিত ফরম ব্যবহার করতে হবে।
  • ৬। হিসাব খোলার সময় আমানতকারী যে কোন কিস্তি বেছে নিতে পারেন। তবে পরবর্তীতে তা পরিবর্তন করা যাবে না এবং একই ব্যক্তি একাধিক হিসাব খুলতে পারবেন না।
  • ৭। এ প্রকল্পের আওতায় অপ্রাপ্ত বয়স্কের নামে হিসাব খোলা যাবে।
  • ৮। সাধারণত মেয়াদ পূর্ণ হবার পূর্বে টাকা উঠানো যাবে না। তবে অনিবার্য় কারণবশত যদি কোন আমানতকারী তার সঞ্চিত অর্থ মেয়াদপূতির পূর্বেই তুলতে চান তাহলে তুলতে দেয়া হবে। তবে আমানতকালীন সময়ের জন্য মুদারাবা সঞ্চয়ী হিসাবের নির্ধারিত হারে ও নিয়মে তার জমাকৃত টাকার উপর মুনাফা প্রদান করা হবে।
বিনিয়োগ
  • এ প্রকল্পের একমাত্র উদ্দেশ্য হলো বিবাহ উপযুক্ত নারী পুর“ষকে বিবাহ কার্যে সহায়তা করা
  • সংশ্লিষ্ট গ্রাহকের অনুকূলে বিনিয়োগ সুবিধা প্রদান করা যেতে পারে। উক্ত প্রকল্পের আওতায় গৃহীত বিনিয়োগ সুবিধা বিবাহের উপহার সামগ্রী ক্রয় ভিন্ন অন্য কোনো কার্যে ব্যবহার করা যাবে না। গ্রাহকের ওহঃবহঃরড়হ নিশ্চিত হয়ে বিনিয়োগ প্রদান করতে হবে ।
  • উক্ত প্রকল্পের আওতায় মেয়াদান্তে মুনাফসহ সঞ্চিত অর্থের দ্বিগুন বা ৩০,০০০/- টাকা (যেটি কম) বিনিয়োগ সুবিধা দেয়া হবে।
  • উক্ত প্রকল্পের আওতায় ব্যাংকের নিকট গ্রহণযোগ্য কোন ব্যক্তি এবং পরিবারের সকল সদস্যের পার্সোনাল গ্যারান্টি ছাড়া অন্য কোন সহায়ক জামানত প্রদান করতে হবে না। তবে প্রদত্ত বিনিয়োগ সুবিধার ক্রয়কৃত মালামাল প্রাথমিক জামানত হিসেবে গণ্য হবে।
  • বিনিয়োগ অনুমোদনের ক্ষেত্রে সমসাময়িক অন্যান্য নিয়মাবলী প্রযোজ্য হবে এবং ব্যাংক কর্তৃপক্ষ যে কোন সময়ে উক্ত প্রকল্প সংক্রান্ত যে কোন নিয়মাবলী পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন বা বাতিল করতে পারবেন।
গ্রাহকের যোগ্যতা
  • ১. যে কোন পেশায় নিয়োজিত প্রাপ্ত বয়স্ক, সুস্থ, বিবেক-বুদ্ধি সম্পন্ন নারী পুরুষ এ প্রকল্পের আওতায় হিসাব খুলতে পারবেন।
  • ২. কোনো অপ্রাপ্ত বয়স্কের পক্ষে তার বৈধ অভিভাবকেরাও এ হিসাব খুলতে পারবেন।
যে সমস্ত উপার সামগ্রী ক্রয়ের বিনিয়োগ সুবিধা দেয়া হবে
  • ১.স্বর্ণালংকার
  • ২. আসবাবপত্র- যেমন : খাট, আলমিরা, সোফাসেট, কার্পেট, ড্রেসিং টেবিল, শোকেস ইত্যাদি ও রান্নাঘরের ব্যবহৃত অন্যান্য সামগ্রী।
  • ৩. ওয়াশিং মেশিন ও সেলাই মেশিন।
  • ৪.. মোটর সাইকেল, বাই সাইকেল ।
  • ৫.. ফ্রিজ, ডিপ ফ্রিজ।
  • ৬. সিলিং ফ্যান, টেবিল ফ্যান, প্যাডেষ্টাল ফ্যান ইত্যাদি।
    • বিনিয়োগ পদ্ধতি
      • ক) বাই-মুয়াজ্জাল খ) অংশীদারীর ভিত্তিতে ভাড়ায় ক্রয়।
      • খ) অংশীদারীর ভিত্তিতে ভাড়ায় ক্রয়।
      মুনাফা/ভাড়ায়
      • ব্যাংকের নীট বিনিয়োগের উপর প্রযোজ্য হারে।
      অন্যান্য নিয়মাবলী
      • যদি কোনো গ্রাহক পরপর তিনটি কিস্তির টাকা পরিশোধে ব্যর্থ হন তাহলে সংশি­ষ্ট শাখা উক্ত গ্রাহককে প্রদত্ত সরঞ্জাম ব্যাংকের দখলে নিয়ে আসবে।
      • সরবরাহকৃত সরঞ্জামের প্রয়োজনীয় লাইসেন্স, রেজিষ্ট্রেশন, ইন্সুরেন্স খরচ ইত্যাদি গ্রাহককে বহন করতে হবে।
      • সরবরাহকৃত সরঞ্জামের যাবতীয় মেরামত ও রক্ষনাবেক্ষন গ্রাহক নিজে বহন করবেন।
      • গ্রাহককে সরবরাহকৃত সরঞ্জাম যথাযথ যত্নের সাথে ব্যবহার করতে হবে এবং অদক্ষ ব্যবহারজনিত কারণে উক্ত সরঞ্জামের কোনো ক্ষতি সাধিত হলে তারক্ষতি পূরণের জন্য সংশি­ষ্ট গ্রাহক দায়ী থাকবেন।
      • গ্রাহক তাকে প্রদত্ত সরঞ্জাম প্রয়োজনে ব্যাংকের ও তত্ত্বাবধানকারী সংস্থার প্রতিনিধি কর্তৃক পরিদর্শন করতে দিতে বাধ্য থাকবেন।
      • গ্রাহক তার কর্মক্ষেত্রে (যদি থাকে) এবং বাসস্থান পরিবর্তন করার সাথে সাথে পরিবর্তিত ঠিকানা সংশি­ষ্ট শাখাকে অবহিত করবেন।
      • ব্যাংক কর্তৃপক্ষ উক্ত হিসাব সংক্রান্ত যে কোন নিয়মাবলী পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করতে পারবে এবং হিসাবধারী তা মেনে চলতে বাধ্য থাকবেন।

Fill Form Below &
Our expert support team will get in touch with you shortly

    Please prove you are human by selecting the key.