Apply Now

মাসিক মুনাফা প্রদান ভিত্তিক মেয়াদী হিসাবের নিয়মাবলী

  • ১.ইসলামী শরীয়াহ্ মুদারাবা নীতিমালার ভিত্তিতে ব্যাংক ১,০০,০০০/- টাকা বা এর গুনিতক যে কোন পরিমান আমানত এই হিসাবের আওতায় গ্রহণ করা হয়।
  • ২. এই আমানত হিসাবের মেয়াদ হবে ২বছর, ৩ বছর, ৫ বছর।
  • ৩. ব্যাংকের ঘোষিত মুনাফা হার অনুযায়ী সময়ে সময়ে এ স্কীমের মাসিক মুনাফা ভিন্ন ভিন্ন হতে পারে ।
  • ৪. এই স্কীমের আওতায় আমানত হিসাবের মুনাফা প্রাপ্তির জন্য সময়কাল প্রয়োজন কমপক্ষে এক মাস।
  • ৫. মেয়াদপূর্তির আগে এই হিসাবের জমাকৃত টাকা উত্তোলন করা যাবেনা। অনিবার্য কারণে মেয়াদপূর্তির আগেই জমাকৃত টাকা উত্তোলন করতে চাইলে ব্যাংকের সার্কুলার অনুযায়ী মুদারাবা সঞ্চয়ী জমা হিসাবের জন্য নির্ধারিত হারে ও নিয়মে জমাকৃত টাকার উপর মুনাফা প্রদান করা হয় এবং পূর্বে প্রদানকৃত অতিরিক্ত মুনাফা মূল আমানত থেকে আদায় করা হবে।
  • ৬. আমানতকারীর মৃত্য হলে সংশি­ষ্ট হিসাবে লেনদেন বন্ধ থাকবে। জমাকৃত অর্থ মনোনীত ব্যক্তি/ব্যক্তিদেরকে প্রদান করা হবে। মনোনয়ন না থাকলে উত্তরাধিকার প্রমাণ পত্র নিয়ে আমানতকারীর আইনগত উত্তরাধিকারীদেরকে জমাকৃত অর্থ প্রদান করা হবে।
  • ৭. প্রকল্পের জন্য নির্ধারিত হিসাব খোলার ফরম আমানতকারী যথাযথভাবে পুরণ করে জমা দিবেন।
  • ৮. সংশি­ষ্ট শাখায় আমানতকারীর একটি আলাদা মুদারাবা সঞ্চয়ী হিসাব থাকতে হবে, যেখানে তারঁ আমানতের উপর প্রদেয় মুনাফা জমা করা হবে।
  • ৯. আমানতকারীকে তার জমার বিপরীতে একটি হস্তান্তর অযোগ্য রিসিট প্রদান করা হয় ।
  • ১০. সরকারী বিধি মোতাবেক উক্ত হিসাব থেকে কর/শুল্ক কর্তন করা হয়।
  • ১১. আমানতকারীকে তার জমাকারীর নির্দিষ্ট ঠিকানার পরিবর্তন হলে তা অবিলম্বে ব্যাংককে জানাতে হবে ।
  • ১২. মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও নীতিমালা অনুযায়ী গ্রাহক ব্যাংকের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবেন)।
  • ১৩. ব্যাংক কর্তৃপক্ষ যে কোনো সময় হিসাব সংক্রান্ত যে কোনো নিয়মাবলী পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন বা বাতিল করতে পারবে এবং আমানতকারী তা মেনে চলতে বাধ্য থাকবেন)।

Fill Form Below &
Our expert support team will get in touch with you shortly

    Please prove you are human by selecting the key.