Apply Now

মুদারাবা বিশেষ সঞ্চয় (পেনশন) স্কীম এর নিয়মাবলী

  • ০১। স্কীমের মেয়াদ : ৫বছর, ১০ বছর, ১৫ বছর ।
  • ০২। মাসিক কিস্তির পরিমাণ হবে ৫০০/- টাকা এবং ১,০০০/- টাকার গুনিতক । সর্বোচ্চ মাসিক কিস্তি ১০,০০০/-টাকার বেশি হবে না।
  • ০৩। মুদারাবা নীতিমালার ভিত্তিতে এই হিসাবে জমা গ্রহণ করা হয়। এ স্কীমের প্রধান আকর্ষণ হচ্ছে জমাকৃত টাকার উপর দৈনিক স্থিতির ভিত্তিতে মুনাফা দেয়া হয়।
  • ০৪। এই স্কীমের আওতায় হিসাব খোলার সময় গ্রাহক যেকোনো কিস্তি বেছে নিতে পারবেন। তবে পরবর্তীতে তা পরিবর্তন করা যাবে না । একই ব্যক্তি বিভিন্ন কিস্তির হারে একই শাখায় একাধিক হিসাব খুলতে পারেন।
  • ০৫। মেয়াদপূর্তির আগে এই স্কীমের জমাকৃত টাকা উত্তোলন করা যাবেনা। কোনো আমানতকারী যদি অনিবার্য কারণে মেয়াদপূর্তির আগেই জমাকৃত টাকা ভাঙ্গিয়ে ফেলতে চান তাহলে ক) স্কীমের মেয়াদ ৬ মাসের কম হলে কোন মুনাফা প্রাপ্য হবেন না,খ) স্কীমের মেয়াদ ৬ মাসে হলে সার্কুলার অনুযায়ী মুদারাবা সঞ্চয়ী জমা হিসাবের জন্য নির্ধারিত হারে ও নিয়মে জমাকৃত টাকার উপর মুনাফা প্রদান করা হয় ।
  • ০৬। যে কোনো কার্য দিবসে মাসিক কিস্তির টাকা জমা দেয়া যাবে। যে কোনো পরিমাণ কিস্তির অগ্রিম জমা সবসময়ই গ্রহনযোগ্য হবে। এই স্কীমের আওতায় হিসাব খোলার জন্য নির্ধারিত ফরম ব্যবহার করতে হবে ।
  • ০৭। কোনো আমানতকারী পরপর ৫টি কিস্তি জমা দিতে ব্যর্থ হলে তিনি এই স্কীমের আওতায় আর থাকতে পারবেন না। ইতোমধ্যে সংশি­ষ্ট হিসাবের মেয়াদ ৬(ছয়) মাস পূর্ণ হয়ে থাকলে আমানতকারীকে জমাকৃত অর্থের ওপর সঞ্চয়ী জমা হিসাবের জন্য নির্ধারিত হারে ও নিয়মে জমাকৃত টাকার উপর মুনাফা প্রদান করা হবে ।
  • ০৮। বিশেষ প্রয়োজনে আমানতকারী জমাকৃত টাকার বিপরীতে সর্বোচ্চ ৮০% কর্জ/ বিনিয়োগ সুবিধা বিধি মোতাবেক গ্রহণ করতে পারবেন। তবে আমানতকারী কর্জ গ্রহণ করলে স্কীমের পেনশনসুবিধার আওতায় আর থাকবেনা ।
  • ৯। নিদির্ষ্ট কিস্তির বিপরীতে মেয়াদান্তে প্রাক্কলিত মুনাফা আসলসহ প্রদেয় অর্থ/পেনশন এর পরিমাণ নিন্মোক্ত ছকে দেখানো হলো। প্রকৃত হিসাব অনুযায়ী প্রতি বৎসরান্তে মুনাফার অংক গ্রাহকের হিসাবে জমা করা হয় । মেয়াদান্তে প্রকৃত মুনাফার পরিমাণ প্রাক্কলিত মুনাফার পরিমাণের চেয়ে কমবেশী হতে পারে ।
মাসিক জমা ৫ বছর পর প্রাক্কলিত মুনাফাসহ সম্ভাব্য মোট জমা পরবর্তী ৫ বছরের জন্য সম্ভাব্য মাসিক পেনশন ১০ বছর পর প্রাক্কলিত মুনাফাসহ সম্ভাব্য মোট জমা পরবর্তী ১০ বছরের জন্য সম্ভাব্য মাসিক পেনশন ১৫ বছর পর প্রাক্কলিত মুনাফাসহ সম্ভাব্য মোট জমা পরবর্তী ১৫ বছরের জন্য সম্ভাব্য মাসিক পেনশন
৫,০০ ৩৯,০০০ ৮,০০ ১,০২,৯০০ ১,২৫০ ২,০৭,৭০০ ২,১০০
১,০০০ ৭৮,০০০ ১,৬০০ ২,০৫,৮০০ ২,৫০০ ৪,১৫,৫০০ ৪,২৫০
২,০০০ ১,৫৬,০০০ ৩,২০০ ৪,১১,৭০০ ৫,০৫০ ৮,৩১,১০০ ৮,৫৫০
৩,০০০ ২,৩৪,০০০ ৪,৮০০ ৬,১৭,৬০০ ৭,৬০০ ১২,৪৬,৭০০ ১২,৮০০
৪,০০০ ৩,১২,০০০ ৬,৪০০ ৮,২৩,৫০০ ১০,১০০ ১৬,৬২,২০০ ১৭,১০০
৫,০০০ ৩,৯০,০০০ ৮,০০০ ১০,২৯,৪০০ ১২,৬০০ ২০,৭৭,৮০০ ২১,৪০০
৬,০০০ ৪,৬৮,০০০ ৯,৭০০ ১২,৩৫,৩০০ ১৫,২০০ ২৪,৯৩,৪০০ ২৫,৬০০
৭,০০০ ৫,৪৬,০০০ ১১,৩০০ ১৪,৪১,২০০ ১৭,৭০০ ২৯,০৮,৯০০ ২৯,৯৫০
৮,০০০ ৬,২৪,০০০ ১২,৯০০ ১৬,৪৭,১০০ ২০,২০০ ৩৩,২৪,৫০০ ৩৪,২০০
৯,০০০ ৭,০২,০০০ ১৪,৫০০ ১৮,৫৩,০০০ ২২,৪০০ ৩৭,৪০,১০০ ৩৮,৫০০
১০,০০০ ৭,৮০,০০০ ১৬,১০০ ২০,৫৮,৯০০ ২৫,৩০০ ৪১,৫৫,৬০০ ৪২,৮০০
  • ১০। যে কোনো মেয়াদান্তে প্রদেয় অর্থ /পেনশন সর্বশেষ কিস্তি জমা দেয়ার একমাস পর প্রদান করা হয় ।
  • ১১। আমানতকারীর মৃত্য হলে সংশি­ষ্ট হিসাবে লেনদেন বন্ধ থাকবে। জমাকৃত অর্থ মনোনীত ব্যক্তি/ব্যাক্তিদেরকে প্রদান করা হবে । মনোনয়ন না থাকলে উত্তরাধিকারী প্রমাণ পত্র নিয়ে আমানতকারীর আইনগত উত্তরাধিকারীদেরকে জমাকৃত অর্থ প্রদান করা হবে।
  • ১২। সাধারণত বাৎসরিক ভিত্তিতে হিসাব বিবরণী সরবরাহ করা হয় । তবে ব্যাংক আমানতকারীর প্রয়োজনে হিসাব বিবরণী সরবরাহ করলে সেক্ষেত্রে চার্জ প্রযোজ্য হয়।
  • ১৩। কোনো আমানতকারী নির্দিষ্ট মেয়াদান্তে প্রাক্কলিত মুনাফাসহ জমাকৃত টাকা এককালীন উত্তোলন করতে পারবেন অথবা সংশ্লিষ্ট মেয়াদে পেনশন সুবিধা ভোগ করতে পারবেন ।
  • ১৪। মেয়াদ পূর্তির পূর্বে যে কোনো সময় সার্ভিস চার্জ প্রদান পূর্বক গ্রাহক হিসাব বন্ধ করতে পারবেন।
  • ১৫। গ্রাহকের মুদারাবা সঞ্চয়ী হিসাবে আমানতকারীর পেনশনের টাকা জমা করা হবে ।
  • ১৬। সরকারী বিধি মোতাবেক উক্ত হিসাব থেকে কর/শুল্ক কর্তণ করা হয় ।
  • ১৭। এ স্কীমের আওতায় আমানতকারীর সংশ্লিষ্ট শাখায় সংরক্ষিত তাঁর হিসাব থেকে নিয়মিত কিন্তিপ্রদানের জন্য শাখাকে স্থায়ী নির্দেশনা (Standing Instruction) প্রদান করতে পারেন। সেক্ষেত্রে মাসিক চার্জ প্রযোজ্য হবে ।
  • ১৮। জমাকারীর নিদির্ষ্ট ঠিকানার পরিবর্তন হলে তা অবিলম্বে ব্যাংককে জানাতে হবে ।
  • ১৯। মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও নীতিমালা অনুযায়ী গ্রাহক ব্যাংকের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবেন।
  • ২০। ব্যাংক কর্তৃপক্ষ যে কোনো সময় মুদারাবা বিশেষ সঞ্চয় (পেনশন) স্কীম সংক্রান্ত যে কোনো নিয়মাবলী পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন বা বাতিল করতে পারবে এবং জমাকারী তা মেনে চলতে বাধ্য থাকবেন।

Fill Form Below &
Our expert support team will get in touch with you shortly

    Please prove you are human by selecting the star.